উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮
অ- অ+

কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টার দিকে উখিয়া ৫নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের খরব পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। চারটি ইউনিট সেখানে পৌঁছেছে। ৮-৯টি ঘর ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ৬ জানুয়ারি রাতেও ৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পুড়ে যায় ১ হাজারের বেশি ঘর।

১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, আগুনে এ পর্যন্ত ১৫-২০ ঘর পুড়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করেছে। আগুন কীভাবে ছড়াল এ বিষয়ে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছে।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা