পঞ্চগড়ে তিন দিনেও দেখা নেই সূর্যের, শীতে দুর্ভোগ চরমে

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১২:২৫
অ- অ+

পঞ্চগড়ে তিনদিন ধরে মেঘলা আকাশ ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দেখা দিয়েছে জনদুর্ভোগ। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় জেলার সর্বত্র কনকনে শীত অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি।

এদিকে মঙ্গলবার থেকে রাতে ঘন কুয়াশা আর দিনে মেঘাচ্ছন্ন আকাশে ঠিকমতো সূর্যের দেখা যায়নি। বৃহস্পতিবারও দুপুর ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। এদিকে উত্তরের হিমশীতল বাতাসের কারণে চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। আয় কমে গেছে শ্রমজীবী মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, তিনদিন ধরে কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে ঠিকমতো সূর্যের দেখা মিলেনি। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা