শ্রীপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মাওনা উড়াল সেতুর নিচে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
বৃহস্পতিবার বিকালে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর পাশে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাদিয়া মাসুম (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর দক্ষিণপাড়া গ্রামের আফিজ উদ্দিনের ছেলে। তিনি পার্শ্ববর্তী ভালুক উপজেলার জামিরদিয়া এলাকার এসকিউ নামক পোশাক কারখানায় শ্রমিকের চাকরি করতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা থেকে ছুটি নিয়ে নিজ মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজে মাওনা চৌরাস্তায় যাচ্ছিলেন মাহাদিয়া মাসুম। মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের প্রবেশ মুখে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। অবস্থা খারাপ হলে সন্ধ্যার দিকে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর খবর জানতে পারলাম। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এআর)
মন্তব্য করুন