ফরিদপুরে মধ্যরাতে ডাকাতি, ২৩ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা লুট

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ২২:৪৭
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসী ও স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। বাড়ির লোকজনদের জিম্মি করে ডাকাতদল ২৩ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা সহ মোবাইল লুট করেছে ডাকাতেরা।

জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি গ্রামে মালদ্বীপ প্রবাসী বাবুল শেখের বাড়িতে ডাকাতেরা হানা দেয়। এ সময় ডাকাতরা বিল্ডিং ঘরের জানালার গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে। এরপর নগদ ১০ লাখ টাকা সমপরিমাণের ইউএস ডলার, ২০ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল লুট করে।

বাবুল শেখ বলেন, আমি ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ একদল মুখোশধারী ডাকাত আমার মুখের ওপর টর্চের লাইট মারে। আমি মনে করেছিলাম আমার সামনে আজরাইল এসেছে আমার জান কবজ করতে । আমি তখন সুরা ফাতেহা ও দরুদ পাঠ করতে থাকি। পরে আমার স্ত্রী ঘুম থেকে সজাগ হয়ে দাঁড়িয়ে যায়। তখন ডাকাতরা তাকে শাবল দিয়ে আঘাত করে চাবি নিয়ে নেয়। এরপর তারা লোহার আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা সমপরিমাণের ইউএস ডলার ও ১টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পাশের রুমে আমার ছোট ভাইয়ের বউ মোবাইল ফোনে গ্রামবাসীকে জানালে তারা এসে ডাকাতদের ধাওয়া করে।

বাবুল শেখ বলেন, তিনি এ্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পরে তিনি একাধিকবার পুলিশকে বিষয়টি জানালেও কেউ ঘটনাস্থলে যায়নি।

অপরদিকে, রাত একটার দিকে চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামে স্কুল শিক্ষক শহিদুল ইসলাম শহীদ মাষ্টারের বাড়িতে ডাকাতি হয়।

জানা গেছে, একদল মুখোশধারী ডাকাত প্রথমে ঘরের লোহার গেট ভেঙে পরে ঘরের কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। তারা আমাদের হাত-পা বেঁধে নগদ এক লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় এখনো তিনি থানায় কোনো অভিযোগ দেননি।

ঘটনার সত্যতা স্বীকার করে শহীদ মাস্টারের স্ত্রী বলেন, তার স্বামী একজন সরকারি স্কুলের শিক্ষক। তারা এ বিষয়ে থানায় কোনো মামলা করবেন না।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি । তবে বিষয়টিপুলিশ তদন্ত করছে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা