ময়লার ড্রামে কাঁদছিল নবজাতক

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ২৩:০৬
অ- অ+

সাভারের আশুলিয়ায় ময়লার ড্রাম থেকে একদিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার রাতে গোরাট এলাকার শিনশিন গার্মেন্টস সংলগ্ন একটি ময়লা ফেলার ড্রামে কে বা কারা একটি নবজাতক ফেলে যায়। সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক নারী। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে ময়লার ড্রামের ভেতর থেকে জীবিত অবস্থায় নবজাতকটি উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় নবজাতকটিকে পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, নবজাতকটির বয়স মাত্র একদিন। শিশুটির নাড়ি ছেঁড়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে শিশুটিকে আমাদের হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ওই নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পেলে নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা