সুনামগঞ্জে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১জন গুরুতর আহত হয়েছেন।
নিহত ফয়জুন্নুর (৫৫) চরনারচর ইউনিয়নের মানিকদা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। গুরুতর আহত হয়েছেন নিহতের আপন ভাই জয়তুন্নুর (৫০)।
শুক্রবার উপজেলার চরনারচর ইউনিয়নের মানিকদা গ্রামের পার্শ্ববর্তী হাওড়ে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চরনারচর ইউনিয়নের মানিকদা গ্রামের মৃত নুর আলীর ছেলে ফজলু মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ফয়জুন্নুরের খাস জমির দখল নিয়ে বিরোধ চলে আসছে। বেলা সাড়ে ১১টায় বিরোধের জমিতে ফয়জুন্নুর ধান লাগাতে গেলে ফজলু মিয়ার লোকজন বাধা দিলে সেখানেই দুপক্ষের সংঘর্ষ হয়।
এতে নিহত ফয়জুন্নুর ও তার ভাই জয়তুন্নুর গুরুত্ব আহত হলে তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ফয়জুন্নুরকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রতন দেবনাথ জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন