পঞ্চগড়ে আবারও একের ঘরে তাপমাত্রা

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা আবারও একের ঘরে নেমেছে। টানা পাঁচদিন ধরে সূর্যের দেখা নেই। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। জনজীবনে দেখা দিয়েছে জুবুথুবু অবস্থা।
শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ ডিগ্রি।
এদিকে মঙ্গলবার থেকে দিনরাত ঘনকুয়াশা আর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। ঠিকমত সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। শিরশির বাতাসের দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, মেঘাচ্ছন্ন আকাশ আর ঘনকুয়াশার কারণে পাঁচ দিন ধরে সূর্যের উত্তাপ নেই। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ ডিগ্রি।।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন