পিরোজপুরে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:০৯

পিরোজপুরের কাউখালীতে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজার থেকে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে।

পরে পুলিশ কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লাকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আটক দুজনকে মাদক সেবন ও পরিবহনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নিলতী গ্রামের তরিকুল ইসলাম খান (২৩) ও পারসাতুরিয়া গ্রামের মিরাজ হোসেন হাওলাদার (২৪)।

এর আগে মাদকবিরোধী অভিযান পরিচালন করেন কাউখালী থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম, এসআই অশোক ও এএসআই জামান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আপনারা মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধ সম্পর্কে উপজেলা প্রশাসন ও কাউখালী থানা পুলিশকে অবহিত করবেন।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :