শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত উপজেলা প্রতিনিধিদের সমন্বয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

শ্রীপুর প্রেসক্লাবের বিদায়ী কমিটি সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় আহ্বায়ক কমিটি গঠনের জন্য এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় (২০২১-২০২২) সালের কার্যনির্বাহী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি নাসির উদ্দিন মৃধা জর্জকে আহ্বায়ক ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি কাজী আকতার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন- মাহবুবুর রহমান আকন্দ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এমদাদুল হক (ভোরের দর্পণ), এনামুল হক আকন্দ (দৈনিক মানবজমিন), শফিকুল ইসলাম (এশিয়ান টেলিভিশন), আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক আনন্দবাজার), মাসুদ রানা (দৈনিক আমার সংবাদ), সেলিম শেখ (দৈনিক আমাদের কণ্ঠ), গোলাম মোস্তফা রানা (প্রথম বুলেটিন), সাদেক মিয়া (দৈনিক আওয়ার বাংলাদেশ)।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের (৯০ দিন) মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা