টঙ্গীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে টঙ্গীর গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূর আঁখি আক্তার রুমি (২০) যশোর জেলার মনিরামপুর থানার তেতুলিয়া গ্রামের আখতারুজ্জামানের মেয়ে।
রুমি টঙ্গীর গাজী বাড়ি এলাকার ইব্রাহিম মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলার একটি ভাড়া কক্ষে স্বামী সুমনের সঙ্গে বাস করতেন।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গত কয়েক মাস আগে বিয়ে হয় সুমন ও রুমির। স্বামী সুমন টঙ্গী এলাকার একটি কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। বিয়ের পর ওই এলাকার ভাড়া বাসায় বাস করতেন তারা। শনিবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামী সুমনের সঙ্গে কথা কাটাকাটি হয় রুমির। পরে সুমন তার কারখানায় কাজে যোগ দেন। দুপুরে স্বামীর মোবাইলে (ইমো) ক্ষুদে বার্তা পাঠায় রুমি। খুদে বার্তায় লেখেন, খুশি থাক, বিদায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন