মির্জাপুরে এমপি খান আহমেদ শুভকে সংবর্ধনা

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার বিকালে প্রেসক্লাব মির্জাপুর এ সংবর্ধনার আয়োজন করে।
প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে সভায় খান আহমেদ শুভ ছাড়াও বক্তব্য দেন- মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম, প্রেসক্লাব মির্জাপুরের সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন প্রমুখ।
পরে প্রেসক্লাবের সাংবাদিকরা নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন