সুনামগঞ্জে ব্রিজের নিচ থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৩:১৭| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৩:২৪
অ- অ+

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রঙ্গারচর ব্রিজের নিচ থেকে নৌ শ্রমিক আবু সুফিয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ফহেতপুর ইউনিয়নে রঙ্গিয়ারচর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবু সুফিয়ান উপজেলার ফতেহপুর ইউনিয়ন খিরধরপুর গ্রামের আলী আহমদের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষ করে ২০ হাজার টাকা নিয়ে রওনা হলেও আলীপুর নৌকায় যাননি। পরিবারের লোকজন রাতেই অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সকালে রঙ্গিয়ারচর ব্রিজের নিচে মৃত লাশ দেখতে পেয়ে জানাজানি হলে শত শত মানুষ দেখতে জড়ো হয়। এই ঘটনার নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

এ বিষয়ে নিহতের পরিবারে সাথে কথা বলা সম্ভব হয়নি।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আমহেদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা। সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানাই।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, ঘটনার খবর পেয়ে এসে লাশ উদ্ধার করা হয়েছে। সুরত হাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। এই ঘটনার বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে কে বা কারা এই হত্যাকাণ্ড গঠিয়েছে।

(ঢাকা টাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা