লক্ষ্মীপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৩:৪২| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫২
অ- অ+

লক্ষ্মীপুরে নেশার টাকা না পেয়ে কিরণ বেগম (৫০) নামে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে তার ছেলে মো. কাউছার মিঝির (২৫) বিরুদ্ধে। পুলিশ ঘাতক কাউছারকে আটক করছে।

রবিবার রাত ৯টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর-আগে সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের (৪নং ওয়ার্ড) পশ্চিম গংগাপুর গ্রামের গণি মিঝি বাড়ির আবুল খায়েরের ছেলে কাউছার তার মা কিরণ বেগমকে কুপিয়ে হত্যা করে।

জেলা পরিষদের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন আরিফ ও স্থানীয়রা বলেন, নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর-আগেও কয়েকবার কাউছার তার মাকে মারধর করেছে বলে জানান তারা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাউছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা