সালথায় ভোটার হতে পাঁচ রোহিঙ্গার আবেদন, শনাক্তকারী ইউপি সদস্য বরখাস্ত

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:৩২

ফরিদপুরের সালথায় জাতীয় পরিচয়পত্রের জন্য পাঁচ রোহিঙ্গার আবেদন করার ঘটনায় শনাক্তকারী ইউপি সদস্য তাপস কুমার হোড়কে বরখাস্ত করা হয়েছে।

তিনি ফুলবাড়িয়া গ্রামের মৃত নির্মল কান্তি হোড়ের ছেলে এবং উপজেলার বল্লভদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সালথা নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য রোহিঙ্গাদের আবেদনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে রোহিঙ্গাদের আবেদনপত্রে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন ইউপি সদস্য তাপস কুমার হোড়। পরে তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে এ ঘটনায় অন্য কারI জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ভোটার হওয়ার জন্য সালথা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন সালথার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের খোরশেদ আলীর মেয়ে দিলদারা বেগম, মনিরুল ইসলামের ছেলে নূর মোস্তফা, খোকন মিয়ার ছেলে হাফিজুর রহমান, কালা মিয়ার মেয়ে বুশরা বেগম, আব্দুল মানিকের ছেলে নূর বশার। তবে এসব নামে ফুলবাড়িয়া গ্রামের কারো হদিস পাওয়া যায়নি।

আবেদনের সঙ্গে জমা দেওয়া জন্ম সনদগুলো কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতিরচর ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া। একইদিন (১০ সেপ্টেম্বর) বল্লভদী ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে নাগরিক সনদও দেওয়া হয়। তবে জাতীয় পরিচয়পত্রের আবেদন ফরমে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন বল্লভদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য তাপস কুমার হোড়।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি /প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার ও প্রিজাইডিং অফিসার রদবদলের দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন

কর্ণফুলি নদীতে মৎস্য বিভাগের অভিযান, কারেন্ট ও রিং জাল জব্দ

মেয়াদ শেষ হলেও শুরু হয়নি প্রকল্পের কাজ, বাড়ছে অপরাধ কর্মকাণ্ড

হালুয়াঘাটে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

ভালুকায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

কর্মকর্তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পাউবোর ৩৭ কর্মকর্তা-কর্মচারীর বদলির আবেদন

ঈশ্বরদীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

সিলেটে হিট স্ট্রোকে পথচারীর মৃত্যু

নোয়াখালীতে ষাটোর্ধ্ব বৃদ্ধা ধর্ষণের শিকার, আটক ২

বগুড়ায় ৫ লাখ ডিম মজুদ করে রাখায় কোল্ড স্টো‌রেজকে জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :