রাজনীতিবিদ ও সিটি কর্পোরেশনের নামে পরিবহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

জয়পুরহাটে পরিবহনে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক থেকে চাঁদা আদায় করার সময় তোফাজ্জল হোসেন (৪৬) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি পাকড় ডেরা গ্রামের পাঁচকর মণ্ডলের ছেলে।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে জয়পুরহাট জেলার সদর উপজেলার কলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব।
সোমবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তোফাজ্জল দীর্ঘদিন ধরে সাধারণ ড্রাইভারদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে জিম্মি করে চাঁদাবাজি করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন