শ্যামনগরে কলেজছাত্রী ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় সাবেক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান অভিযান চালিয়ে সোমবার ভোর ৪টার দিকে তাদেরকে গ্রেপ্তার করেছেন।
এর আগে গত ৮ জানুয়ারি সকাল ১১টার দিকে কলেজে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের শাজাহান শেখের ছেলে খানজাহান আলী (২২) ও একই গ্রামের ইসাহাক আলী মল্লিকের ছেলে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. মোস্তাফিজুর রহমান বকুল।
মামলা সূত্রে মতে, ওই ছাত্রী কলেজে আসা-যাওয়ার পথে খানজাহান আলী ও তার বন্ধু মোস্তাফিজুর রহমান প্রায় সময় তাকে উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকে হলেও কোনো সুরাহা হয়নি। এক পর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করে এক মাস আটকে রেখে ধর্ষণ করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন