সংসারের বোঝা ভেবে মাকে হত্যা, ছেলে ও পুত্রবধূর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯
অ- অ+

সিরাজগঞ্জের কাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলে ও ছেলের স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত রাষ্ট্রীয় কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামসুল আলম এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাই গুরিবেড় গ্রামের মকসেদ আলীর ছেলে আব্দুস সামাদ ও তাঁর স্ত্রী রাশিদা খাতুন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে আব্দুস সামাদের সঙ্গে তার বৃদ্ধা মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধা।

পরদিন ভোরে ফাতেমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ও একটি ছুরি জব্দ করে। পরে আব্দুস সামাদের ভাই আব্দুর রহিম কাজীপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ বড় ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, সামাদ ও তার স্ত্রী রশিদা বৃদ্ধ ফাতেমাকে সংসারের বোঝা মনে করতেন, তাই তাকে হত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক ৩১ অক্টোবর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ফাতেমার মুখে কাপড় পেঁচিয়ে ও গলাকেটে তাকে হত্যা করা হয়। এদিকে দীর্ঘ আট বছর এ মামলা চলাকালীন ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা