সীমান্ত শান্ত, তবু কাটছে না আতঙ্ক

ছৈয়দ আলম, কক্সবাজার
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৭| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৩
অ- অ+

সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মঙ্গলবার ভোর থেকে বিকট শব্দের বিস্ফোরণ শোনা গেছে। এ বিস্ফোরণে সীমান্তের এপারের মানুষ ধারণা করছে ওপারে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে চরম উদ্বেগে রয়েছে সীমান্তবর্তী এলাকাবাসী। তবে ২/১ দিন শান্ত রয়েছে।

মঙ্গলবার ভোর থেকে টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্তের নাফনদের ওপারে মিয়ানমারের মুন্ডু টাউনশিপের আশপাশে তিন ও চার কিলোমিটার নামক এলাকায় ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোলাগুলি হয়েছে। এখনও থেমে থেমে শুনা যাচ্ছে এসব গুলির আওয়াজ।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সদস্য জালাল আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ দিন ধরে সীমান্তবাসীর অস্বস্তি ও উদ্বেগের কথা প্রকাশ করে জালাল আহমদ বলেন, কোনোভাবেই যেন স্বস্তি নেই এলাকাবাসীর মনে। সোমবার হোয়াইক্যংয়ের লম্বাবিল ও উনচিপ্রাং সীমান্তের নাফনদের ওপারে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শুনা গেছে।

হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা আল মামুন ও জাহাঙ্গীর আলম জানান, আজ ভোর থেকে এ পর্যন্ত সীমান্তের ওপারে বিকট শব্দের বিস্ফোরণ বলে দিচ্ছে ওখানে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। নানা মাধ্যমে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে মিয়ানমারের চাকমাকাটা, কোয়াংচিমন ও কুমিরখালী এলাকায় বিজিপির ঘাঁটি ঘিরে এই সংঘর্ষ।

তারা বলছেন, মূলত উদ্বেগ বা ভয়ের কারণ হচ্ছে এপারে কখন গুলি এসে পড়ে, কখন মর্টাল শেল এসে পড়ে তা নিয়ে সব সময় আতঙ্কে থাকি। বিকেলে মানুষজন স্বাভাবিক চলাফেরা করছে। ছেলেবেলেরা খেলাধুলাও করছে তবে কখন কি বিপদ আসে তা বলা যাচ্ছে না।

হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, নাফনদের ওপারে বিস্ফোরণের শব্দ গতকালের তুলনায় মঙ্গলবার ভোর থেকে বেড়ে গেছে। এতে এপারে গুলি ও মর্টার শেল এসে পড়ার আশঙ্কার পাশাপাশি রোহিঙ্গাসহ অন্যদের অনুপ্রবেশের ঝুঁকি বেড়ে গেছে। তবে সীমান্তে কোস্টগার্ড-বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাফ নদ অতিক্রম করে মিয়ানমারের রোহিঙ্গাসহ কোনো দুষ্কৃতকারী যেন অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত অনুপ্রবেশের চেষ্টাকারী ১৩৭ জনকে প্রতিহত করেছে বিজিবি।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিএনপির রাজনীতি করায় মুক্তিযোদ্ধার নাম কেটে দেন সাবেক মন্ত্রী মোজাম্মেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা