নোয়াখালীতে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় জরিমানা 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১২
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফসলি জমিতে ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আরমান হোসেন (২৩) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের এ অভিযান চালান বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবপুর গ্রামের বিভিন্ন ফসলি জমি থেকে অবাদে মাটি কাটা হচ্ছে। গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করার অপরাধে আরমান হোসেন নামে একজনকে আটক করা হয়। তার কথাবার্তা এবং স্থানীয়দের তথ্যে অপরাধ প্রমাণ হওয়ায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষি জমি রক্ষায় আগামীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা