নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২২
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর পার্কে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব- ১১। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি ক্ষুর ও দুটি কাঁচি জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব- ১১, সিপিসি- ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ।

এরআগে বুধবার রাতে আলীপুর এলাকার চৌমুহনী পৌর পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার কালা মিয়া কমিশনার বাড়ির হুমায়ন কবিরের ছেলে তৌহিদুল ইসলাম সিফাত (১৯), মধ্য নাজিরপুর এলাকার আলী আজম চাপরাশি বাড়ির আবুদল মালেকের ছেলে ওমর জাবেদ (২১), একই বাড়ির আবদুল মতিনের ছেলে শাহজাহান সাজু (২১), আলীপুর মুছা হাজী গাজী বাড়ির আবদুল মতিনের ছেলে রিশাদ হোসেন বাদশা (২১) ও গণিপুর এলাকার আবদুল মতিনের বাড়ির আবদুল মতিনের ছেলে গোলাম রাসেল (২২)।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত চৌমুহনী পৌর পার্ক ও তার আশেপাশের এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এছাড়াও তারা চৌমুহনী পৌর পার্কে আসা দর্শনার্থীদের প্রতিনিয়ত নানা ভাবে হয়রানি করে আসছিলো। মাদক সেবন ও মাদকের ব্যবসার সঙ্গে জড়িত এ গ্যাংয়ের সদস্যরা। পৌর এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারে অস্ত্র প্রদর্শন করে আসছিলো তারা। এদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পান না স্থানীয় বাসিন্দারা।

এসব তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু, ক্ষুর ও কাঁচি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এরা মূলত কিশোর গ্যাং লিডার সিফাতের নেতৃত্বে এলাকায় অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিলো। আমরা এ গ্যাংয়ের মূলহোতা সিফাতসহ তার গ্যাংয়ের সদস্যদের আটক করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা