স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ানোর অভিযোগে পিরোজপুরে নিজ বন্ধুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কামরুল হাওলাদার নামে এক যুবকের বিরুদ্ধে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে
এ ঘটনায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কামরুল ও তার স্ত্রী নারগিস বেগমকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছগির হাওলাদার ও কামরুল হাওলাদার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে চট্রগ্রামে কাজকর্মও করতেন। সম্প্রতি কামরুলের স্ত্রী নারগিস বেগমের সঙ্গে ছগির হাওলাদারের গোপন প্রেমের সম্পর্ক চলছে এমন সন্দেহে বুধবার রাতে কামরুলের সঙ্গে ছগির হাওলাদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামরুল একটি ধারালো দা দিয়ে ছগির হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ছগিরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তবে ছগিরের পরিবার দাবি, পাওনা ৫০ হাজার টাকা চাইতে গিয়ে এই হামলার শিকার হয়েছেন তিনি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ছগির হাওলাদারের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলায় প্রধান আসামি কামরুল হাওলাদার ও তার স্ত্রী নারগিস বেগমকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন