চুয়াডাঙ্গায় ভুয়া পশু চিকিৎসককে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৮
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাইদুজ্জামান নামের এক ভুয়া পশু চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন।

এর আগে বৃহস্পতিবার বিকালে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের জয়নগর গ্রামের এক খামারির বাড়িতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমার।

অভিযুক্ত সাইদুজ্জামান দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও পল্লী প্রাণী চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন সাইদুজ্জামান। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামে খামারি রাজুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৮ ধারায় সাইদুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপী, দামুড়হুদা উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. নাজমুল হাসান শাওন, কার্পাসডাঙ্গার লাইভস্টক সার্ভিস প্রোভাইডার বিল্লাল হোসেন রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা