শহর ও গ্রামে পরিকল্পিত আবাসন গড়ে তোলা হবে: গণপূর্ত মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১১
অ- অ+

অপরিকল্পিত আবাসন প্রকল্প বন্ধ করে শহর গ্রামে পরিকল্পিত আবাসন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রী ... উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি।

গণপূর্ত মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উচ্চতর আসনে পৌঁছেছে।

প্রধান অতিথির মন্ত্রী বলেন, সারাদেশে বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। ওইসব অ্যাপার্টমেন্টে প্রবাসীদের জন্য ফ্ল্যাট সংরক্ষিত থাকবে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পূর্বপাড়ে একটি উপ-শহর গড়ে তোলা হবে। যার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শহরের পূর্বপ্রান্তে তিতাস নদীর পাড় দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হবে। যার নকশার কাজ শেষ হয়েছে। একটি মাল্টিপারপাস মিলনায়তন নির্মাণ করা হবে। শিশুদের বিনোদনের জন্য আধুনিক একটি শিশু পার্ক গড়ে তোলা হবে।

স্থানীয়ভাবে আইনশৃঙ্খলার অবনতি বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গৃহায়ন গণপূর্ত মন্ত্রী বলেন, শহরে সম্প্রতি বেশ কয়েকটি ছিনতাই সংগঠিত হয়েছে। এসব ছিনতাই, চাঁদাবাজি বন্ধ করতে হবে। এসব অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ বা অঙ্গ-সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সীমানা বর্ধিত করার কাজ চলছে। ব্রাহ্মণবাড়িয়াকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হবে।

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পাস প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর . সৈয়দ শামসুদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক মো. মনির হোসেনের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশির সাবেক মহাপরিচালক ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টি বোর্ড পিএসসির সদস্য প্রফেসর . দেলোয়ার হোসেন। সময় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টি বোর্ডের সদস্য মাহমুদুল হক কাজী শফিকুল ইসলামসহ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টিগণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা