মীরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা থেকে পা পিছলে পড়ে শাহরিয়ার আনাস (২২) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহরিয়ার রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
জানা গেছে, বুধবার রাতে শাহরিয়ার আনাস ঢাকা থেকে তার বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের মীরসরাইয়ে ঘুরতে যান। এ ঝরনাটির অনেকগুলো ধাপ রয়েছে, যার মধ্যে কয়েকটি ঝুঁকিপূর্ণ। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ঝুঁকি নিয়ে ঝরনার ওপরের দিকে উঠতে যান শাহরিয়ার। কিন্তু পা পিছলে নিচে পড়েন।
মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলেন শাহরিয়ার আনাস। ঝরনার ওপর থেকে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়েছে।
এদিকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হচ্ছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/পিএস)

মন্তব্য করুন