মুন্সীগঞ্জে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৯
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখান রিপোর্টাস ইউনিটির আয়োজনে কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধ ও মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোরান তেলাওয়াতের মাধ্যমে শুর করেন কোরান তেলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. রুবেল বেপারী।

সিরাজদিখান রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম সুমন।

এ সময় প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, মালখানগর উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম।

সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এইচ আই লিংকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সিরাজদিখান ট্র্যাফিক জোন ইনচার্জ মো. শাহ আলম মৃধা, ইছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুমন মিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, উপজেলা আওয়ামী যুবলীগ প্রথম যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, ইছাপুবা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা