বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু 

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৫
অ- অ+

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে ফাহমিদ সিকদার নামে তিন বছর বয়সী এক শিশু মৃত্যুর হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী (৪নম্বর ওয়ার্ড) গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ফাহমিদ সিকদার উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী (৪নম্বর ওয়ার্ড) গ্রামের ফিরোজ সিকদারের ছেলে।

জানা গেছে, ফাহমিদ বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত ডোবার পাশে একটি প্লাস্টিকের ছোট বালতি নিয়ে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে ডোবায় পড়ে যায়। এর আগে ফাহমিদ তার বাবার সাথে ঘোরাঘুরি করে। পরে ফাহমিদের বাবা তার সেনিটারী ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। ফাহমিদের মা মরিয়ম আক্তারসহ বাড়ির আরো অনেকেই বাড়ির উঠানে ছিল। কিন্তু ফাহমিদকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে দাদা মোতালেব সিকদার একপর্যায়ে সকাল ৯টায় ওই ডোবা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কালিশুরী মাজেদা ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে আবার স্বজনরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা