পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০২| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৬
অ- অ+

পুলিশে চাকরি দেওয়ার নামে আট লাখ টাকা নিয়ে দীপা রাজবংশী এক যুবতীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ নেতাসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন-সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল মাতুব্বর (৬২), নগরকান্দার সুতারকান্দা গ্রামের মিরান মোল্যা (৫৫) এবং একই উপজেলার পুড়াপাড়া গ্রামের আক্কাস মোল্যা (৪৫)।

পুলিশ সুপার বলেন, দীপা রাজবংশীকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে ৮ লাখ টাকা চুক্তিবদ্ধ হয় প্রতারকচক্রটি। চুক্তি অনুযায়ী দীপার মা সাধনা বিশ্বাসের কাছ থেকে স্ট্যাম্প ও চেক নিয়েছে তারা। কিন্তু চাকরি দিতে পারেনি। পরে ওই নারী থানায় অভিযোগ দিলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে ওই তিন প্রতারককে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে ছাত্রদলের ২৭ প্রস্তাবনা
বাকশাল করতে গিয়ে শেখ মুজিবকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল: মামুনুল হক
ঋণের সুদের হার কমাতে চীনকে অনুরোধ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা