মোটরসাইকেল নিয়ে গেল ঘুরতে, ফিরলো লাশ হয়ে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৯| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৮
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল হাসান (২০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার শান্তানগর এলাকার ঘাটাইল-গোপালপুর সড়কে দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে ছিলেন রাতুল হাসান রিয়াদ হাসান নামে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্র। তাদের মোটরসাইকেলটি ঘাটাইল-গোপালপুর সড়কের শান্তানগর এলাকার পৌঁছালে একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাতুল হাসান। তিনি ঘাটাইল উপজেলা সদরের সবুজবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে।

আহত রিয়াদ হাসান (২০) একই উপজেলার হরিপুর গ্রামের তোফাজ্জলের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা