বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২২
অ- অ+

বগুড়ার গাবতলীতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাওন মণ্ডল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার বেলা ১১টায় উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাওন ওই গ্রামের মিঠু মণ্ডলের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রামের এক নারীর সঙ্গে প্রতিবেশী আমজাদ হোসেনের পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে বেলা সাড়ে ১০টায় শাওনের মায়ের সঙ্গে আমজাদ হোসেনের স্ত্রীর ঝগড়া শুরু হয়। আমজাদও সেখানে উপস্থিত ছিলেন। বিষয়টি জানতে পেরে শাওন ঝগড়া থামাতে বাড়িতে যান। কথা কাটাকাটির একপর্যায়ে আমজাদ ছুরি দিয়ে শাওনের বুকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পর স্থানীয়দের রোষানল থেকে রক্ষা করতে আমজাদের স্ত্রী ফাতেমা বেগমসহ তার দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমজাদকে ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা