মোবাইলসহ বিভিন্ন পণ্য চোরাচালানে জড়িত ৯ ভারতীয় গ্রেপ্তার

মোবাইলসহ বিভিন্ন পণ্য চোরাকারবারে জড়িত ৯ ভারতীয়সহ ১০জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি। গ্রেপ্তারকৃতরা চোরাই মোবাইল ও পণ্য দুই দেশে অবৈধভাবে বিক্রিতে জড়িত।
বুধবার ভোর রাতে ডিবি পুলিশের লালবাগ বিভাগ তাদেরকে গ্রেপ্তার করেছে। পরে তাদের দেওয়া তথ্য মতে বাড্ডার কানাডিয়ান ভার্সিটির পেছনের ভবনে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
অভিযান শেষে দুপুর ১টায় ডিবি প্রধান হারুনুর রশিদ ঘটনাস্থল বাড্ডা কানাডিয়ান ভার্সিটির পেছনের ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকরা হলেন-রাজা সাও, উপল ভাইডি,পম্কজ বিশ্বাস, দ্বীপংকর ঘোষ, রাজু বিশ্বাস, সুজন দাস, সরঞ্জিত দাস, শেখ আজগর আলি ও লারাইব আশরাফ। বাংলাদেশি নাগরিক হলেন মো. মুরাদ চৌধুরী।
এ বিষয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে একটা চক্র বাংলাদেশ থেকে স্মার্টফোন চুরি করে ভারতে পাচার করতো আবার ভারতে চুরি করা মোবাইল বাংলাদেশে এনে বিক্রি করতো। ‘ফ্যাশন ক্রিয়েশন বাই ববি’ ফেসবুক পেইজ থেকে এসব জিনিসপত্র বিক্রি করা হতো। তবে পেইজটির মালিক ফারজানা ববি পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকদের মধ্যে পাঁচজনের পাসপোর্ট রয়েছে অন্যদের পাসপোর্ট নেই বলে জানান তিনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ডিবি প্রধান।
(ঢাকাটাইমস/০৭মার্চ/এএম/পিএস

মন্তব্য করুন