নোয়াখালীতে বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৪, ১৬:০৬
অ- অ+

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকার একটি বসত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ঘরে থাকা ঘুমন্ত ললিতা বালা দাস (৮০) নামের এক নারীসহ পুড়ে ছাই হয়েছে বসত ঘরটি।

শনিবার ভোরে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিমন্দির এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ললিতা বালা দাস ওই এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী। দুই ছেলে দেশের বাইরে থাকার সুবাদে তিনি ঘরে একা থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ললিতা বালার দুই ছেলে স্ত্রী-সন্তান নিয়ে ওমান থাকেন। প্রতিদিনের ন্যায় রাতে খেয়ে নিজের বসত ঘরে একা ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার ভোরে স্থানীয় লোকজন তার ঘরে আগুন জ্বলতে দেখে এগিয়ে যান। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসত ঘর ’সহ ঘুমে থাকা ললিতা বালা পুড়ে কয়লা হয়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ঘরের ভিতরে থাকা ওই নারী পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, নিহতের মৃতদেহের পুড়ে যাওয়া অংশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৯মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা