সাংবাদিক রানাকে কারাদণ্ড দেওয়ার ঘটনা তদন্তে তথ্য কমিশনার

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘দৈনিক দেশ রূপান্তরের’ শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদণ্ড দেওয়ার ঘটনা তদন্ত করছেন তথ্য কমিশনার ও সাবেক বিচারপতি শহিদুল আলম ঝিনুক।
রবিবার (১০ মার্চ) ওই ঘটনা তদন্ত করতে শহিদুল আলম ঝিনুক শেরপুরে আসেন।
তিনি শেরপুর সার্কিট হাউসে গিয়ে প্রাথমিক পর্যায়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সঙ্গে কথা বলেন। পরে দিনব্যাপী এ ঘটনার তদন্ত কাজ শুরু করেন। আগামীকাল সোমবার (১১ মার্চ) তথ্য কমিশনে তার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ দৈনিক দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠায় ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর তথ্য কমিশন থেকে তথ্য অধিকার আইনের ২৫ (৫) ধারা অনুযায়ী বিষয়টি তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুককে দায়িত্ব দেওয়া হয়।
প্রকাশিত সংবাদে বলা হয়, শেরপুরের নকলা উপজেলার দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানা একই উপজেলার ইউএনওর কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
এ দিকে শনিবার (৯ মার্চ) রাতে নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, সাংবাদিক রানা বেশ আগেই তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেছেন। যা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য তাকে সাজা দেওয়া হয়নি। তিনি অফিসে এসে ফাইল তছনছ করছিলেন ও অফিসের নারী কর্মচারীকে উত্ত্যক্ত করেন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতেই তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও সাদিয়া উম্মুল বানিন আরও বলেন, আপিল করলে তার সাজা মওকুফ বা জামিন পাবেন বলে আমরা আশা করছি।
(ঢাকাটাইমস/১০মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন