পবিত্র রমজানের প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল

মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে ফের এসেছে পবিত্র মাহে রমজান। তারাবি নামাজের মধ্য দিয়ে দিয়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার রমজানের প্রথম তারাবি নামাজে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে। বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মুসল্লিরা পাঞ্জাবি-পাজামা পরে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মসজিদগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের নামাজ পড়তে দেখা গেছে।
সারা দেশের মুসল্লি, ইমাম-খতিব ও মসজিদ কমিটিকে একই পদ্ধতিতে তারাবি নামাজ আদায় করতে আহ্বান জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশন নির্দেশনা অনুযায়ী, তারাবির নামাজে প্রথম ৬ রমজানে কোরআন শরীফের দেড় পারা এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করতে হবে।
মঙ্গলবার রমজান শুরু হওয়ায় আগামী ৬ এপ্রিল (২৬ রমজান) শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
(ঢাকাটাইমস/১১মার্চ/কেএম)

মন্তব্য করুন