মা হতে চলেছেন ‘ক্লোজআপ ওয়ান’ গায়িকা লিজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪, ১৫:১৭
অ- অ+

বিয়ের তিন বছরের মাথায় মা হতে চলেছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত জনপ্রিয় গায়িকা সানিয়া সুলতানা লিজা। এই সুখবরটি নিশ্চিত করেছেন তার বাবা হেলাল উদ্দিন।

গায়িকার বাবা জানিয়েছেন, ‘লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সঙ্গে আমেরিকায়। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।’

এদিকে, লিজার বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ্যে এনেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। ওকে সবাই দোয়ায় রাখবেন।’

২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন গায়িকা লিজা। তার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। লিজার এই বিয়ের খবর প্রকাশ্যে আসে গত বছরের নভেম্বরে।

জানা যায়, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। একটা সময় লিজা ও সবুজ সম্পর্কে জড়ান। এরপর পারিবারিক সিদ্ধান্তে ২০২২ সালে বিয়ে করেন।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা