বিপণন কর্মকর্তাদের নিয়ে হামদর্দের জুম মিটিং অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪, ১৬:৪৭
অ- অ+

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশের সিনিয়র জোনাল ম্যানেজারদের নিয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বাংলামোটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়ালী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।

জুম মিটিংয়ে ড. হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানুষের ব্যথার সাথী হয়ে মানবসেবার কাজ নিরলসভাবে করে যেতে হবে। সারাদেশে ৩০০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে আমরা যে ফ্রি ব্যবস্থাপত্র দিচ্ছি, সেই সেবার তথ্য সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। শুধু স্বাস্থ্যসেবা নয়, শিক্ষাসেবার জন্য হামদর্দ বাংলাদেশ সারাদেশে অসংখ্য স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষিত ও সৎ নাগরিক তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।

এ সময় বিপণন কর্মীদেরকে আরও উদ্যমী হয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিশ্চিত করতে উদাত্ত আহ্বান জানান হামদর্দ ব্যবস্থাপনা পরিচালক।

জুম মিটিংয়ে চলতি সময়ের বিপণন কার্যক্রম পর্যালোচনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

(ঢাকা টাইমস/১৮মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা