বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে যে বার্তা দিলেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪, ১৯:১৪
অ- অ+

কয়েকদিন আগেই খবর মেলে, লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় নাম না থাকায় নাকি তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন ওপার বাংলার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জী। একইসঙ্গে রটে বিজেপিতে যোগ দেওয়ার কথাও।

যদিও পরে মুখ খুলে সায়ন্তিকা জানান, এসব ভুয়া খবর। তার পরই রটে যায়, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এই নায়িকা।

টলিপাড়ায় একাধিক ছবিতে কাজ করেছেন সায়ন্তিকা। তবে সেভাবে সাফল্য আসেনি তার দোরগোড়ায়। এরপর রাজনীতিতে এসেও তীর মারতে পারেননি। ফলে বিয়ে করে থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাও ওড়ালেন সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে।

ইনস্টাগ্রামে সায়ন্তিকা লিখলেন, ‘হ্যালো, আমার মিডিয়ার সব বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে আমার বিয়ে নিয়ে কোনো ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকুন। এই ধরনের খবরের কোনো সত্যতা নেই। আমি এটা বলব যে, এরকম কিছু হলে আমিই নিজেই সবাইকে খুব খুশি হয়ে জানাব।’

নায়িকা আরও লেখেন, ‘সামাজিক মাধ্যমে বর্তমানে আলোচনার মতো নানা বিষয় আছে। আমি মিডিয়া পোর্টালগুলোর কাছে অনুরোধ করব, সেগুলোতে নজর দিন। আমাকে নিয়ে ভুয়া খবর ছড়ানো বাদ দিন।’

কয়েক মাস আগেই বাংলাদেশি নায়ক জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার ঘনিষ্ঠতার খবর উঠে এসেছিল। দুই বাংলাই সরগরম ছিল সেই খবরে। সায়ন্তিকা সেই খবর উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, তার মন পড়ে আছে বাঁকুড়াতেই। তাই নিজের জন্য পাত্র খোঁজার মতোও সময় নেই। এমনকি, তার মা-বাবাও চান না, তাদের মেয়ে এখনই বিয়ের পিঁড়িতে বসুক।

তবে লোকসভা ভোটে টিকিট না দেওয়ায় সায়ন্তিকার মনে যে ক্ষোভ আছে, তা স্পষ্ট। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘ভালোবাসা থাকলে অভিমান থাকবে। একটা বিধানসভায় হেরে সাতটি বিধানসভা মিলিয়ে লোকসভা নির্বাচনে জিতে দেখাতে চেয়েছিলাম। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নিতে দেওয়া হলো না।’

(ঢাকাটাইমস/১৮মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা