পুতিনের নিন্দায় পশ্চিমারা, সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি চীন-ভারতের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৪, ১৩:০০

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। তবে এই নির্বাচনকে অন্যায্য এবং অগণতান্ত্রিক বলে নিন্দা জানিয়েছে পশ্চিমা সরকারগুলো। অন্যদিকে চীন, ভারত এবং উত্তর কোরিয়া পুতিনকে পুনঃনির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তার শাসনের আরও ছয় বছরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দিয়েছে।

পুতিনের সমালোচক ও রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ব্রাসেলসে পৌঁছেছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। এসময় তারা রাশিয়ার এই নির্বাচনের ফলাফলকে একটি ছলনা হিসাবে প্রত্যাখ্যান করেছেন।

বৈঠকের শুরুতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ‘রাশিয়ার নির্বাচন ছিল কোন বিকল্প ছাড়াই নির্বাচন।’

ইউক্রেনের যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে মস্কোর দাবির উল্লেখ করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজর্ন বলেছেন, ‘প্যারিস “বিশেষ নির্বাচনী অভিযান” হিসেবেই নোট করেছে। যেখানে একটি অবাধ, বহুত্ববাদী ও গণতান্ত্রিক নির্বাচনের কোনো শর্ত পূরণ করা হয়নি।’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, নির্বাচনের ফলাফল রাশিয়ায় ‘দমনের গভীরতা’ তুলে ধরেছে।

ক্যামেরন বলেন, ‘পুতিন তার রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেন, মিডিয়া নিয়ন্ত্রণ করেন এবং তারপর নিজেকে বিজয়ীর মুকুট দেন, এটা গণতন্ত্র নয়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার নির্বাচনের কোনো বৈধতা নেই।

জেলেনস্কি বলেন, ‘বিশ্বের প্রত্যেকের কাছে এটা পরিষ্কার যে এই ব্যক্তিত্ব (পুতিন)... কেবল ক্ষমতার জন্য অসুস্থ এবং চিরকাল শাসন করার জন্য সবকিছু করছেন।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখনও কোনো মন্তব্য করেননি তবে রবিবার হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ার নির্বাচন ‘স্পষ্টতই অবাধ বা সুষ্ঠু নয়।’

এর বিপরীতে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পুতিনকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার ঠিক আগে ২০২২ সালে তারা যে ‘সীমাহীন’ অংশীদারিত্বে সম্মত হয়েছিল তা প্রচার করতে বেইজিং মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।

চীনের রাষ্টীয় সঙবাদমাধ্যম সিনহুয়া নিউজ জানিয়েছে, শি তার বার্তায় পুতিনকে বলেছেন: ‘আমি বিশ্বাস করি যে আপনার নেতৃত্বে, রাশিয়া অবশ্যই জাতীয় উন্নয়ন এবং নির্মাণে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।’

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পুতিনের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ক্রেমলিন বলেছে, দুই নেতা টেলিফোনে কথা বলেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি মস্কোর সঙ্গে নয়াদিল্লির ‘সময়-পরীক্ষিত বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ জোরদার করার জন্য উন্মুখ।

এছাড়াও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, মস্কোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও সম্প্রসারণের জন্য তাদের ইচ্ছার উপর জোর দিয়ে পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

(ঢাকাটাইমস/১৯মার্চ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :