আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৬:৪৮

আফগানিস্তানের কান্দাহার শহরে একটি আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবানের একজন প্রাদেশিক কর্মকর্তা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টায় কান্দাহার শহরের নিউ কাবুল ব্যাংক শাখার বাইরে অপেক্ষারত মানুষদের লক্ষ্য করে এ বিস্ফোরণটি ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী একটি আত্মঘাতী হামলায় তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।’

তিনি জানান, হতাহতদের সবাই ব্যাংকে তাদের বেতন সংগ্রহ করতে জড়ো হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

সামাঙ্গানি আরও বলেন, শহরের একটি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এবং আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর নয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান এই তালেবান কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে সরিয়ে করে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় আসার পর দেশটিতে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :