কী হলো পাকিস্তানের, কেন রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিক্রি করে দিচ্ছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৪, ১৬:২৫| আপডেট : ১৫ মে ২০২৪, ১৭:০৩
অ- অ+

অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বিগত কয়েক বছরের রাষ্ট্রীয় কোম্পানি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের পণ্য-পরিষেবা উৎপাদন ও মুনাফার অবস্থা যাচাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু কৌশলগত কোম্পানি রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে। আর এর মধ্যদিয়ে করদাতা জনগণের অর্থ সাশ্রয় হবে।

আগামী পাঁচ বছরের মধ্যেই অর্থাৎ ২০২৯ সালের মধ্যে এ নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছে শেহবাজ শরিফের কার্যালয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটির সাধারণ নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগেই লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করে দেওয়ার ঘোষণা দেয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার।

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই পাকিস্তানে অর্থনৈতিক মন্দা দেখা যাচ্ছে। দেশটির অর্থনৈতিক খাতে অব্যবস্থাপনা, পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং দুর্নীতি প্রকটভাবে দেখা দিয়েছে। গত বছরের জুনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্তের আওতায় তৎকালীন সরকার পিআইএসহ লোকসানে থাকা সকল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে সংশোধন বা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। আইএমএফ চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহ পর সরকার পিআইএকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয়।

পিআইএ’র মতো পাকিস্তানের বেশকিছু সরকারি পণ্য ও পরিষেবা কোম্পানিগুলো অনেক বছর ধরেই লোকসানে রয়েছে। পাকিস্তান সরকার এর আগেও কোম্পানিগুলোকে বেসরকারি খাতে স্থানান্তরের উদ্যোগ নেয়, কিন্তু সেসবের অধিকাংশই সফল হয়নি। মূলত রাজনৈতিক কারণে টানা লোকসানে থাকা সত্ত্বেও এই কোম্পানিগুলোকে টিকিয়ে রাখে ক্ষমতাসীন সরকারগুলো।

সূত্র: ডন, রয়টার্স

(ঢাকাটাইমস/১৫মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা