ঈদে ইয়াশ-তটিনীর ‘প্রেম এসেছিল একবার’

কবিতা আর কণ্ঠ- এই দুটিরই অদ্ভুত সমন্বয় ঘটতে যাচ্ছে এই ঈদে। তাতে জুটি হয়ে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইরা তটিনী। দুজনকে নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘প্রেম এসেছিল একবার’।
প্রযোজনা সংস্থা সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন আহমেদ।
নির্মাতা জানান, গল্পটা কবিতা, কণ্ঠ, বিজ্ঞাপন তথা একটি বিজ্ঞাপনী সংস্থা নিয়ে। যে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেন রামিম নামের এক তরুণ। সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় কবিতাপ্রেমী নীলিমার। একটি বিজ্ঞাপনের ভয়েজ ওভারের সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সখ্যতা। এরপর হৃদয়ের জল গড়াতে থাকে অনেক দূর। ঘটে নানা ঘটনা।
নাটকটিতে রামিম চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। অন্যদিকে নীলিমা চরিত্রে রয়েছে তটিনী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- মিলি বাশার, শম্পা নিজাম, আনন্দ খালিদ, নিজাম উদ্দিন তামুর প্রমুখ।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রেম এসেছিল একবার’ নাটকটি সিএমভি’র ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এজে)

মন্তব্য করুন