ঈদে ইয়াশ-তটিনীর ‘প্রেম এসেছিল একবার’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৪, ১৪:৫৪
অ- অ+

কবিতা আর কণ্ঠ- এই দুটিরই অদ্ভুত সমন্বয় ঘটতে যাচ্ছে এই ঈদে। তাতে জুটি হয়ে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইরা তটিনী। দুজনকে নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘প্রেম এসেছিল একবার’।

প্রযোজনা সংস্থা সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন আহমেদ।

নির্মাতা জানান, গল্পটা কবিতা, কণ্ঠ, বিজ্ঞাপন তথা একটি বিজ্ঞাপনী সংস্থা নিয়ে। যে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেন রামিম নামের এক তরুণ। সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় কবিতাপ্রেমী নীলিমার। একটি বিজ্ঞাপনের ভয়েজ ওভারের সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সখ্যতা। এরপর হৃদয়ের জল গড়াতে থাকে অনেক দূর। ঘটে নানা ঘটনা।

নাটকটিতে রামিম চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। অন্যদিকে নীলিমা চরিত্রে রয়েছে তটিনী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- মিলি বাশার, শম্পা নিজাম, আনন্দ খালিদ, নিজাম উদ্দিন তামুর প্রমুখ।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রেম এসেছিল একবার’ নাটকটি সিএমভি’র ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা