লোকসভা নির্বাচন: বিজেপির প্রার্থী তালিকায় কঙ্গনার নাম

গত কয়েক বছর ধরে যেকোনো কাজ এবং সিদ্ধান্তে মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাই গুঞ্জন বহু আগে থেকেই ছিল যে, রাজনীতিতে যোগ দিতে চলেছেন নানা কারণে বিতর্কিত এই নায়িকা। তবে যাত্রাটা যে এমন চমকপ্রদ হবে, তা কি কেউ ভেবেছে?
সামনে ভারতের লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে ইতোমধ্যে ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দেশটির বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে কঙ্গনার। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী।
কঙ্গনা আগে কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাই একেবারে বিজেপির প্রার্থী হয়ে তার এই জগতে যাত্রাটা অবাক করেছে অনেককেই। সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, এত দিন কঙ্গনা বিজেপির যে তোষামদী করেছেন, তার ফল পেলেন অবশেষে।
এদিকে, প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন নায়িকা।
ওই পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘প্রিয় ভারত এবং ভারতীয় জনতা পার্টি- বিজেপির প্রতি আমার নিঃশর্ত সমর্থন সবসময়ই ছিল। লোকসভা নির্বাচনে আজ আমার জন্মভূমি হিমাচল প্রদেশের মান্ডি আসনের জন্য আমাকে প্রার্থী ঘোষণা করল দলটি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
গত কয়েক বছর ধরে বিজেপির যেকোনো সিদ্ধান্তে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছিলেন কঙ্গনা। সেটা ভারতীয় জনগণের পক্ষে যাক বা বিপক্ষে। বিজেপিকে সন্তুষ্ট করাই ছিল তার লক্ষ্য। অবশেষে দলটির প্রার্থী হতে পেরে খুশির বন্যায় ভাসছেন কঙ্গনা। কিন্তু জিততে পারবেন তো?
(ঢাকাটাইমস/২৫মার্চ/এজে)

মন্তব্য করুন