বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেপ্তার

বাউন্ডারি ভেঙে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বাস ঢুকে প্রকৌশলী মৃত্যুর ঘটনায় রাইদা বাসের চালককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত মো. হাসান মাহমুদ হিমেল বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের হারুন অর রশিদ আকনের ছেলে।
শনিবার ভোর ৫টার দিকে র্যাব-১ ও র্যাব-৮ যৌথভাবে অভিযান চালিয়ে হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে র্যাব-১ এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে বিমানবন্দরে এই বাস দুর্ঘটনা ঘটে। এদিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে যায়। এ ঘটনায় সিভিল এভিয়েশনের সিনিয়র একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
এ বিষয়ে শনিবার বিকাল ৫টায় উত্তরায় র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএম/কেএম)

মন্তব্য করুন