বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেপ্তার

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১৫:৩৯| আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৫:৫৯
অ- অ+

বাউন্ডারি ভেঙে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বাস ঢুকে প্রকৌশলী মৃত্যুর ঘটনায় রাইদা বাসের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মো. হাসান মাহমুদ হিমেল বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের হারুন অর রশিদ আকনের ছেলে।

শনিবাভোর ৫টার দিকে র‌্যাব- র‌্যাব- যৌথভাবে অভিযান চালিয়ে হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-১ এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে বিমানবন্দরে এই বাস দুর্ঘটনা ঘটে। এদিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে যায়। ঘটনায় সিভিল এভিয়েশনের সিনিয়র একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।

এ বিষয়ে শনিবার বিকাল ৫টায় উত্তরায় র‌্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা