মিরপুরে মানসিক ভারসাম্যহীন শিশু ধর্ষণ, তিন কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১৭:২০
অ- অ+

রাজধানীর মিরপুর-১ এর সনি সিনেমা হলের পাশে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- সাজ্জাদ হোসেন (১৭), মো. সায়েম (১৬) ও মো. আলহাজ (১২)।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ভাসমান ও মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহম্মদ। এরআগে গত শুক্রবার শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। ভুক্তভোগী শিশুটি বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ কর্মকর্তা সাব্বির আহম্মদ জানান, গ্রেপ্তার সবার বয়স ১৮ বছরের কম। তারা ভাসমান জীবনযাপন করে।

তিনি বলেন, মেয়ে শিশুটি পরিবারের সঙ্গে রূপনগর এলাকায় বাস করে। গত বৃহস্পতিবার বিকালে বাসা থেকে নিখোঁজ হয়। শুক্রবার সনি সিনেমা হলের কাছে একটি ঝোঁপের মধ্যে গুরুতর আহত অবস্থায় তাকে পাওয়া যায়। পথচারীরা এ অবস্থা দেখে ৯৯৯ এ কল দিলে মিরপুর মডেল থানার পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। মেয়েটি বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়
রাজবাড়ীতে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা