চাঁদপুরে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে পৃথক স্থান থেকে লিটন গাজী (৩৪) ও আরিফ (২৬) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে মরদেহ দুটি মর্গে পাঠানো পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লিটন গাজী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মৃত. সিরাজ গাজীর ছেলে।
অপরজন আরিফ সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।লিটনের শাশুড়ি হাজেরা বেগম জানান, সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামে নিজ বাড়িতে একা থাকতেন লিটন। রবিবার তাকে অনেকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর ছোট জামাইকে সাথে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখতে পান সে মাটিতে উপর হয়ে পড়ে আছে। স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস-২ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, আরিফ একজন মানসিক ভারসাম্যহীন রোগী বলে পরিবারের স্বজনরা জানিয়েছে। সে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এছাড়া একটি সন্তান রয়েছে। রবিবার রাতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুটিই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এছাড়া পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়েরের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
(ঢাকা টাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন