পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০২৪, ১৩:০০

ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে দুবাই উপকূল থেকে গত ১৩ এপ্রিল পর্তুগালের পতাকাবাহী একটি কার্গো জাহাজকে আটক করে ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ওই জাহাজে থাকা ১৭ ভারতীয়সহ ২৫ জন নাবিককেও আটক করা হয়। বৃহস্পতিবার তাদের মধ্যে থেকে পাঁচ ভারতীয়সহ ৭ জনকে মুক্তি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার ইরানে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, আটক ভারতীয়দের মধ্যে ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তারা ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। ভারতীয় ছাড়া বাকি দুই জনের একজন ফিলিপাইনের নাগরিক এবং অপরজন এস্তোনিয়ার নাগরিক।

ভারতে ইরানের রাষ্ট্রদূত ইরাজ ইলাহিও জানিয়েছেন, আটক করা জাহাজে থাকা ভারতীয়দের বন্দি করা হয়নি। তারা মুক্ত। দেশে ফিরে যেতে পারেন।

তিনি আরও জানান, পর্তুগালের পতাকাবাহী এমএসসি এরিস জাহাজ আটেকের পরপরই ভারতীয় দূতাবাস তাদের মুক্তির জন্য পদক্ষেপ গ্রহণ করে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এমএসসি এরিসের ৫ জন নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় তারা ইরান থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার জন্য আমরা ইরানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এর আগে গত ১৮ এপ্রিল ওই জাহাজের এক নাবিক কেরালাতে ফিরে আসেন। সেই সময়ই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাকিরাও সুরক্ষিত রয়েছে। প্রয়োজনীয় নথিপত্র পূরণের পর তাদের মুক্তি দেওয়া হবে।

(ঢাকাটাইমস/১০মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফল প্রকাশের আগেই বিজয়োৎসবের প্রস্তুতি বিজেপির

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ

চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর, চোখ খুলতেই...

হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মানলে ইসরায়েলও মানবে, আশা যুক্তরাষ্ট্রের

জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে চিলি

নেতানিয়াহু যুদ্ধবিরতি পরিকল্পনায় রাজি হলে পদত্যাগের হুমকি দুই মন্ত্রীর

ভারতে কে আসছে ক্ষমতায়, বিজেপি না কংগ্রেস? বুথফেরত জরিপে যে আভাস

লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে বিজেপির কাছে ভরাডুবির মুখে মমতার তৃণমূল!

‘বেপরোয়া’ নেতানিয়াহু, এবারও বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান

এই বিভাগের সব খবর

শিরোনাম :