ফল প্রকাশের আগেই বিজয়োৎসবের প্রস্তুতি বিজেপির

ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে শনিবার। আগামীকাল ৪ জুন ভোটের ফল প্রকাশ হবে। তবে ভোটের ফল প্রকাশের আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী বর্তমান শাসক দল বিজেপি। বুথফেরত জরিপেও আভাস মিলেছে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি তথা এনডিএ জোট। সেই কারণেই আগেভাগেই বিজয়োৎসব পালনের নজিরবিহীন প্রস্তুতি শুরু করেছে বিজেপি।
বিজেপির সূত্র বলছে, রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিক শপথ গ্রহণের পাশাপাশি একটি রাজনৈতিক মেগা ইভেন্টেরও প্রস্তুতি নিচ্ছে বিজেপি। কর্তব্যপথ, ভারত মণ্ডপম বা দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারের মতো মোদি শাসনে নির্মিত যেকোনো একটি জায়গায় হতে পারে এই মেগা ইভেন্ট। এছাড়াও সম্ভাব্য জায়গা হিসেবে লালকেল্লা বা রামলীলা ময়দান নিয়েও ভাবনাচিন্তা চলছে।
এদিকে দিল্লিতে চলতি তাপপ্রবাহের জন্য ভারত মণ্ডপম বা যশোভূমি কনভেনশন সেন্টারের মতো ইন্ডোর হলকেই বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল বলেই ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মেগা ইভেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য এবং ধারা তুলে ধরা হতে পারে। থাকতে পারে লাইট অ্যান্ড সাউন্ড শো। তবে এই ধারাবাহিক ঐতিহ্যে মোদি সরকারের অবদান তুলে ধরাই মূল লক্ষ্য।
সূত্রটি আরও জানিয়েছে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদেরও। এছাড়াও আমন্ত্রণ করা হতে পারে নয়াদিল্লিতে অবস্থিত বিদেশি দূতাবাসের প্রতিনিধিদেরও। অন্যদিকে দেশের সব প্রান্ত থেকে বিজেপির নেতা-কর্মী ও সমাজের সব অংশের মানুষের প্রতিনিধিত্ব যাতে থাকে, তা সুনিশ্চিত করতে চাইছে বিজেপি নেতৃত্ব। মোট ৮ থেকে ১০ হাজার অতিথি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারে।
প্রাথমিক আলোচনা অনুযায়ী, আগামী ৯ জুন রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণের অনুষ্ঠান হতে পারে। এর ঠিক পরেই হতে পারে এই অনুষ্ঠান।
এদিকে রাষ্ট্রপতি ভবনেও শুরু শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি। গত সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে কাঠামো তৈরির কাজ। কয়েক লাখ রুপির ব্যয়ে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো হচ্ছে রাষ্ট্রপতি ভবন। কাজ করছে কেন্দ্রীয় সরকারের পূর্ত বিভাগ।
অন্যদিকে নবনির্বাচিত সাংসদদের দিল্লিতে আসা এবং থাকার জন্য ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লোকসভা সচিবালয়। এয়ারপোর্ট এবং রেল স্টেশনে সাংসদদের আসা-যাওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
(ঢাকাটাইমস/০৩জুন/এমআর)

মন্তব্য করুন