পাকিস্তানের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫: ভারতীয় সেনাবাহিনী

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ভারতের সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৪৩ জন আহত হয়েছেন।
বুধবার বিকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের সামরিক বাহিনী।
এতে বলা হয়, ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ ও তাংদারে বেসামরিক এলাকায় পাকিস্তানের গোলা বর্ষণে ১৫ জন বেসামরিক নাগরিক মারা গেছে এবং আহত হয়েছে আরও ৪৩ জন।
প্রসঙ্গত, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
যদিও পাকিস্তানের দাবি, ভারতের বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে এখন পর্যন্ত তাদের ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। তবে ভারত জানিয়েছে, পাকিস্তানে বেসামরিক নাগরিকের হতাহতের কোনও তথ্য তাদের কাছে নেই।
(ঢাকাটাইমস/০৭মে/এমআর)

মন্তব্য করুন