এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র্যাব

চট্টগ্রাম র্যাব-৭ এ কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে_ তিনি নিজের অফিস কক্ষে চেয়ার বসে আছেন। তার বুক দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। গায়ে টি-শার্ট ও জিন্সপ্যান্ট। পায়ে কালো স্যান্ডেল, হাতে কালো ঘড়ি। গুলির শব্দ শুনে কেউ একজন তার রুমে প্রবেশ করেন এবং পলাশ জীবিত আছেন কি-না যাচাইয়ের চেষ্টা করেন। তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
এদিকে র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘৭ মে আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি নিজের ইস্যু করা অস্ত্র নিয়ে নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুসময় পর একটি শব্দ শুনে তার কক্ষে গেলে কর্তব্যরত র্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়। এ সময় তার নিজ ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।'
নিহত পলাশ বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭ তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জ।
নিহতের মরদেহের পাশ থেকে উদ্ধার চিরকুটে লেখা রয়েছে__ 'আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সব কো-অডিনেট করে।'
জানা গেছে, পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র্যাবে পাঠানো হয়।(ঢাকাটাইমস/০৭মে/এসএস/এমআর)

মন্তব্য করুন