তৃতীয় দফায় মোদির শাসন শুরু, প্রথমে যে ফাইলে সই করলেন 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৪, ১৩:৫১| আপডেট : ১০ জুন ২০২৪, ১৪:৪৩
অ- অ+
নিজের দপ্তরে প্রধানমন্ত্রী মোদি

তৃতীয়বার ভারতে প্রধানমন্ত্রী পদে বসেছেন নরেন্দ্র মোদি। আজ সোমবার তার তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বের প্রথম দিন। আর তৃতীয় দফায় প্রথম যে ফাইলে সই করেন মোদি, তা হলো কৃষকদের কল্যাণমূলক প্রকল্প- ‘পিএম কিষান নিধি’।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালেই সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তরে যান মোদি। এসময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার মন্ত্রিসভার ৭২ সদস্য।

এ দিন অফিসে বসেই প্রথমে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প ‘পিএম কিষান নিধি’ ফাইলে সই করেন মোদি।

ফাইলে সই করে মোদি বলেন, ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই দায়িত্ব গ্রহণের পর সবার প্রথম কৃষকদের কল্য়াণের উদ্দেশে ফাইলেই সই করা উচিত বলে মনে হয়েছে। আমরা কৃষিক্ষেত্র ও কৃষকদের জন্য আগামী দিনে আরও কাজ করতে চাই।”

এনডিটিভি বলছে, মোদির স্বাক্ষরের পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘পিএম কিষান নিধির’ ১৭তম কিস্তি দেওয়া হবে। মোট ২০ হাজার কোটি রুপি ব্যয় হবে, এতে উপকৃত হবেন ৯ কোটি ৩০ লাখ কৃষক।

এদিকে সোমবার বিকালেই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে মন্ত্রিত্ব বন্টন করা হতে পারে সদ্য শপথ গ্রহণ করা মন্ত্রীদের মধ্যে। পাশাপাশি মোদির ক্যাবিনেটের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সংসদ অধিবেশন ডাকার আবেদনও জানানো হবে। এই অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হতে পারে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদের শপথ নেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। এদিন মোদি ছাড়াও তার নতুন মন্ত্রিসভার ৭২ সদস্যও শপথ নেন।

রবিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারা ছাড়াও আট হাজারের বেশি বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা