মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপিসহ ৪ জন গ্রেপ্তার

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপিকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি টিম বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করেছে।
একই দিনে লালবাগ বিভাগের একটি দল মঙ্গলবার রাতে কোতোয়ালি এলাকা থেকে ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মো. মাহবুব আলমকে, ডিবি-সাইবার বিভাগের একটি টিম কোতোয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে মো. সাইফুল ইসলাম সাগরকে ও একই দিনে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ানকে (৩২) গ্রেপ্তার করে।
তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/৭মে/এলএম/এফএ)

মন্তব্য করুন